নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চরসৈয়দপুরে নবীর জুয়েলার্সের দোকানে ডাকাতি সংঘটিত হলেও পুলিশ ডাকাতির মালামাল উদ্ধার ও অন্য ডাকাতদের গ্রেফতার করতে পারেনি।
ফলে আতংকিত হয়ে পড়েছেন স্বর্ন ব্যবসায়ী জয়নাল।
মামলায় নবীর জুয়েলার্সের মালিক জয়নাল আবেদীন উল্লেখ করেন চরসৈয়দপুর লাইলী পাগলীর মাজারের সাথে আমার জুয়েলার্সের ব্যবসা।
গত ১৬/৫/২০১৯ ইং তারিখ সন্ধ্যা ৭ ঘটিকার সময় সৈয়দপুর কড়ইতলা এলাকার রায়হান প্রফেসরের ভাড়াটিয়া আলী আহাম্মদের পুত্র ডাকাত ইয়াসিন সহ অজ্ঞাতনামা ২/৩ জন নবীর জুয়েলার্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে।
দোকানের ভিতর প্রবেশ করে কর্মচারী উজ্জল ও মামুনকে পিস্তলের ভয় দেখিয়ে সোকেসের কাচঁ ভেংগে ১৫ ভরি স্বর্নের বিভিন্ন জিনিষ নিয়ে যায়। যার মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।
আশপাশের লোকজন টের পেয়ে ডাকাত ইয়াসিনকে আটক করে গনপিটুনী দেয়।এ সময় ইয়াসিনের সাথে থাকা অন্য ডাকাতগন পালিয়ে যায়।
সদর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে ডাকাত ইয়াসিনকে আটক করে এবং ডাকাতির কাজে ব্যবহত অন্যান্য জিনিষ জব্দ করে।
ডাকাতির ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো পর্যন্ত কোন ক্লু উদ্ধার করতে পারেনি।
জয়নাল আবেদীন জানান তার ব্যবসায়ী জীবনে এই প্রথম এ ঘটনার সম্মখীন হলাম।তার আদি নিবাস কুমিল্লা জেলার হোমনা থানার নিলক্ষী স্বর্নকার পাড়া এলাকায় হলেও ৪০ বছর যাবত এইখানে ব্যবসা করে আসছেন।