সাদ্দাম হোসেন শুভ: ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পাগলা, আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোঃ মোশারফ (৪২)।
শনিবার (১ জুন) সকাল সাড়ে ৭ টার সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা আলীগঞ্জ এলাকায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুল আবেদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ বিষয়ে এসাআই মামুনুল আবেদ উজ্জীবিত বিডি ডটকমকে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোশারফতকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে ।





















