স্টাফ রিপোর্টার:- নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের উত্তর রসুলপুর এলাকায় রাতের আঁধারে দুস্কৃতিকারীরা কেটে নিল জাতির জনক বঙ্গবন্ধুর শোক দিবস ১৫ই আগস্টের ব্যানার। সরজমিনে গিয়ে জানাযায় উত্তর রসুলপুর ওয়াসা সংলগ্ন সামসুজ্জুহা সড়কের পাশের দেয়ালে ঝুলানো পাশাপাশি ১৫ ই আগস্টের দুইটি ব্যানার। একটি ব্যানার কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা দ্বীন ইসলামের । আর একটি ব্যানার আওয়ামী লীগ সমর্থিত ঐ এলাকার বাসিন্দা মুসলিম বেপারী, শাহ সেকান্দার, ইব্রাহিম শেখআবু ইউসুফ, সাদ্দাম, ইকবালসহ আওয়ামী লীগ সমর্থনকারীদের।
১৪ ই আগস্ট দিবাগত রাতে কে বা কাহারা আওয়ামী সমর্থিত ব্যানার টি মাঝখান থেকে নীচের অংশ কেটে নিয়ে যায় । এই বিষয়ে আওয়ামী সমর্থিত রা বলেন আমরা রাজনীতি করি না তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ভালবাসি ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল একটি ঘাতকচক্র তাই আমাদের জন্য এই দিনটি কে অত্যন্ত বেদনাদায়ক এবং শোকের দিন হিসেবে পালন করে থাকি । যারা এই কাজটি করেছে তারা দেশ ও জাতির শত্রু আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক । এই বিষয়ে যুবলীগ নেতা দ্বীন ইসলাম বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর শোক দিবসের ব্যানার বেলেট দিয়ে কেটে ফেলেছে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমার মনে হচ্ছে তারা ব্যানার কাটিনি আমাদের কলিজা কেটেছে সুতরাং অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। এখানে কিছু কুচক্রী মহল আছে যারা দেশ ও জাতির শত্রু আমি তাদের শাস্তি দাবী করছি।