রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী বলেছেন , রুপগঞ্জের মাটি ও মানুষের নেতা পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে ভূমিদস্যুের বিরুদ্ধে আন্দোলন করছি। ভূমিদস্যু আন্ডা রফিক বাহিনী আওয়ামী লীগ কে নিশ্চিন্ন করতে কাজ করছে। পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার মামলা নেয়না। অথচ আন্ডা রফিক বাহিনীর মামলা নিচ্ছে। বিএনপির হাইব্রিড নেতারা চাঁদাবাজি সহ নানান মামলা দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে।মামলা প্রত্যাহার করা না হলে সড়ক অবরোধ করে সব অচল করে দেয়ার হুমকি দেন।
বৃহস্পতিবার (২০ মে) বিকালে পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী হর্কাস লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জাহেদ আলীর বিরুদ্ধে হাই ব্রীড ভূমি দস্যু আন্ডা রফিক ও মিজানের সহযোগী বিএনপি যুবদলের সন্ত্রাসী নব্য ভূমিদস্যু আব্দুল হাই ওরফে তোরা কর্তৃক মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বক্তব্য রাখেন ইব্রাহীম মোল্লা,শ্রী রবি রায়,কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়,ছাত্রলীগ নেতা আরাফাত রহমান,মহিলা লীগ নেত্রী নাজমা খান,মোঃ অপু,কায়েতপাড়া ইউপি মেম্বার আলতাব হোসেন,উপজেলা মহিলা লীগ নেত্রী সেলিনা আক্তার রিতা,জোসনা আক্তার প্রমুখ।
অন্যান্য বক্তারা বলেন,জাহেদ আলীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আন্ডা রফিক ও মিজান বাহিনী একের পর এক মিথ্যা মামলা,অভিযোগ দায়ের করে হয়রানি করছে। তারপরও জাহেদ আলী আগামীতে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হবেন। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।