বা,ফু,ফে আয়োজিত তারুণ্যের উৎসব অনুর্ধ্ব -১৫ জাতীয় ফুটবল লীগ ২০২৫ প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে নারায়ণগঞ্জ জেলা ফুটবল দল ২-১ গোলে মানিকগঞ্জ ফুটবল দলকে হারিয়ে শুভ সুচনা করেছে।৯০ মিনিটের বিজয়ী নারায়ণগঞ্জ জেলা দলের পক্ষে রাহিম ও ইসমাইল একটি করে গোল করেন।
আজ বিকেল ২টায় বিকেএসপি’র মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে নারায়ণগঞ্জ জেলা ও মানিকগঞ্জ জেলা দল মুখোমুখি হয়।আক্রমণ পাল্টা আক্রমণে খেলাটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হয়ে ওঠে। প্রথমার্ধের ১০ মিনিটেই রাহিমের দুর পাল্লার প্লেসিং শটে নারায়ণগঞ্জ ১-০গোলে এগিয়ে গেলে উল্লাসেে ফেঁটে পরে নারায়ণগঞ্জের ডাগ আউট।৩৫ মিনিটে মানিকগঞ্জের সংঘবদ্ধ আক্রমনের একটি শট নারায়ণগঞ্জের গোল রক্ষক ফিরিয়ে দিলে সেই বলটি নারায়ণগঞ্জ ডিফেন্ডার আদেশ বর্মনের পায়ে লেগে জালে জড়িয়ে ১-১ গোলের ফলাফলে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল করতে মরিয়া হয়ে উঠে নারায়ণগঞ্জের খেলোয়াড়ের।
খেলার ৭০ মিনিটের সময় নারায়ণগঞ্জ একটি পরিকল্পিত আক্রমন করে স্ট্রাইকার ইসমাইল কে পাস দিলে মানিকগঞ্জের দুজন খেলোয়াড় কে কাটিয়ে গোলকিপারের বা পাশ দিয়ে বল জালে পাঠালে নারায়ণগঞ্জের ডাগআউট উল্লাসে ফেটে পড়ে।বাকি সময় উভয় দল আক্রমনে ধার বাড়ালেও আর কোব গোল না হওয়ায় ২-১ গোলের জয়ে পূর্ন ৩পয়েন্ট নিয়ে নারায়ণগঞ্জ মাঠ ছাড়ে।নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি সাবেক জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপন এর সার্বিক তত্বাবধানে দলের পক্ষে উপস্থিত ছিলেন টিম লিডার সাবেক জাতীয় ফুটবলার সুজন ভূঁইয়া,টিম ম্যানেজার নাদিম হাসান মিঠু,কোচ শংকর, সহকারী কোচ কামাল,কোচিং স্টাফ জাহাঙ্গীর হোসেন, ক্রীড়ানুরাগী গিয়াসউদ্দিন লাভলু প্রমুখ।