নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শনিবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘন এর দায়ে নৌকা ও ধানের শীষ প্রতীকের ২ প্রার্থীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, সদর উপজেলার চরঅনুপনগরে ধানের শীষের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা, বটতলাহাটে পথসভার পরিবর্তে নির্বাচনী জনসভা করা ও ২টি মাইক ব্যবহার করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, পৌর এলাকার চরমোহনপুরে নৌকার পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করার জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান, মো. সাইফুল ইসলাম ও রুহুল আমিন ভ্রাম্যমান আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন।