সিনেমা মুক্তির পরই আলোচনায় সেই সিনেমার সুলতান হায়দার খিলজি চরিত্রটি। সেই চরিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাঞ্জুজন। সম্প্রতি মুক্তি পেয়েছে নির্মাতা সৈকত নাসির’র ‘সুলতানপুর’ সিনেমা। মুক্তির পর সিনেমাটি বেশ আলোচনায় আছে। সেই সাথে এই সিনেমার সুলতান হায়দার খিলজি চরিত্রটি মানুষকে ভাবাচ্ছে। চরিত্রটি করে বেশ আলোচনায় এখন নায়ক সাঞ্জুজন। নিজেকে একদম ভিন্ন রুপে ভিন্ন চরিত্রে উপস্থাপন করেছেন এই নায়ক। অনেকের মনে প্রশ্ন জাগছে ভিলেন নাকি নায়ক? এই নিয়ে তর্ক চলছে সিনে দর্শকদের মধ্যে। এই সিনেমায় আরও রয়েছেন অধরা খান, সুমন ফারুক, আশিস খন্দকার, রাশেদ মামুন অপু, মৌমিতা, শাহিন মৃধা সহ অনেকেই।
সাঞ্জুজন বলেন, সবার কাছ থেকে এমন রেসপন্স পাব ভাবিনি। আসলেই আমার চরিত্রটিতে একটু ভিন্নতা ছিল। আমাকে দর্শক নায়ক ও ভিলেন দুই চরিত্রেই দেখছে। আমি দর্শক ও সমালোচকদের নজর কাড়তে পেরেছি। সিনেমা মুক্তির পর থেকে বেশ প্রশংসা পাচ্ছি।
নতুন কাজ প্রসঙ্গে এই নায়ক বলেন, আমি একটু ভিন্ন ধাচের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি ও ভালোবাসি। আমি খুব বেছে কাজ করি তাই আমার সিনেমার সংখ্যাও কম। তবে আমার অনেকগুলো সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আশা করছি সেগুলো ঠিক সময়ে মুক্তি পেলে বেশ সাড়া পাবে। কয়েকজন পরিচালক জানালেন এই ঈদে ও ঈদের পরে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে। এছাড়া আমার সুলতানপুর মুক্তির পর থেকে অনেক পরিচালকদের সাথে সিনেমার গল্প নিয়ে কথা হচ্ছে, অনেকেই এখন আমাকে নিয়ে ভাবছে।
সাঞ্জুজনকে সিনেমার পাশাপাশি ওয়েবফিল্ম, ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় আছে সাঞ্জজুজনের অনেক গুলো সিনেমা, তারমধ্যে – কুস্তিগির, চব্বিশ তিন এর রাত, হৃদ মাঝারে তুমি, যার নয়নে যারে লাগে ভালো, বন্ধন, অন্তর্জাল ও সোলমেট। ওয়েব সিরিজের মধ্যে আছে ইনফিনিটি সিজন-২ ও নেটওয়ার্ক।