এই শ্লোগান নিয়ে Crowntouch Global Ltd সেবা এবং বিজনেস এর প্রসার বাড়াতে এখন মালয়েশিয়ায়। শতভাগ ন্যাচারাল, অর্গানিক, পিওর ও পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এই কোম্পানির উৎপাদিত প্রোডাক্ট মানব শরীরে ১০০℅ উপকারী। গত ২৪শে নভেম্বর ২০১৯ ইং তারিখে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩ তারকা বিশিষ্ট হোটেল REGALPARK HOTEL এর বলরুমে অনুষ্ঠিত হলো ক্রাউনটাচ গ্লোবাল লিমিটেড এর বিজনেস সেমিনার।
উক্ত অনুষ্ঠানে আকরাম আলী ও মোঃ আল-আমীন এর যৌথ সঞ্চালনায় মোলভী মোঃ ওমর আলীর পবিত্র আল কুরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব এ, এইচ, মোঃ আতাউর রহমান রেজা, বহুমাত্রিক সাংগঠনিক দক্ষতা ও ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে যার। আগামী দিনে ক্রাউনটাচ্ গ্লোবাল লিমিটেড বিশ্বের সেরা পাঁচটি কোম্পানির একটি হবে উল্লেখ করে এসোসিয়েটদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরের বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী জনাব মোঃ আবুল বাশার। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা মানুষকে অনেক অর্জন এনে দিতে পারে উল্লেখ করে ক্রাউনটাচের উৎপাদিত পণ্য ক্রয় করে কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সহ মালয়েশিয়ান অধিবাসী মালেয় এবং অন্যান্য দেশের অভিবাসীবৃন্দ। অনুষ্ঠানে রয়ালটি পার্টনারদেরকে ফুলের মালা দিয়ে সেলিব্রেশন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরপি জনাব আকরাম আলী, তিনি তার বক্তব্যে বলেন আমি বিশ্বাস করি আমাদের সকল স্বপ্ন এই কোম্পানির মাধ্যমে পূরণ হবে ইনশাআল্লাহ।
মালয়েশিয়ায় প্রথম আরপি মোঃ মাইনুল ইসলাম তার বক্তব্যে বলেন আলহামদুলিল্লাহ কুয়ালালামাপুরে আমি প্রথম রয়ালটি পার্টনার হতে পেরেছি সেই আমিই মালয়েশিয়ায় প্রথম ক্রাউন এ্যাম্বাসেডর হবো ইনশাআল্লাহ বলে সকলের কাছে দেয়া কামনা করেন। আরো বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ আল-আমীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব কে,এম জাকির হোসাইন (জাকির খান) যিনি মালয়েশিয়ায় বাংলাদেশীদের মধ্যে সর্বপ্রথম নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা নিয়ে এসেছেন, যাকে মালয়েশিয়ায় নেটওয়ার্ক মার্কেটিং এর জনক বলা হয়। সভাপতির ভাষন শেষে জাতীয় সংগীত পরিবেশন করে অতিথিদের কে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।