ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শাহীবাজার আমতলায় কুতুবপুর ইউনিয়ন সাবেক ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম সেন্টু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু,জেলার কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃনাজিম উদ্দিন আহমেদ,জেলা আওয়ামিলীগের সাবেক সহ সভাপতি সিকদার মোঃ গোলাম রসুল, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইসহাক,নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান লিটন,কৃষি বিষয়ক সম্পাদক হাজী ইউনুস দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চাঁন।
অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সদস্য এম ও এফ খোকন, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সিকদার মোঃ মাহবুবুর রহমান হক, কুতুপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী,
কুতুবপুর ইউনিয় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ আনোয়ার হোসেন,কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সি, আওয়ামী লীগ নেতা লিটন হাওলাদার, জামাল উদ্দিন বাচ্চু, যুবলীগ নেতা আব্দুল মালেক মুন্সি, দ্বীন ইসলাম, শ্রমিক লীগ নেতা জামাল, যুবলীগ নেতা নবী হাওলাদারসহ
কুতুবপুর ইউনিয় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আপনারা দয়া করে নিজের মধ্যে যে কোন দল আছে তা ভুলে যান, সামনে আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সবাই এক হয়ে আমাদের নেতা এ কে এম শামীম ওসমানকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে,প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এদেশে ক্ষমতায় না আসে তাহলে আমরা যারা আওয়ামী লীগ করি এদেশে থাকতে পারবো না, এ দেশ কে কসাইখানায় পরিণত হবে।
বিএনপি’র নেতাকর্মীরা তারা এদেশে আগুন সন্ত্রাসের নামে যেই নৈরাজ্য করছে তারা কখনোই দেশের মানুষের ভালো কিছু চাইনি, তারা সব সময় আগুন সন্ত্রাসে বিশ্বাসী এবং জনগণের বিরুদ্ধে যে সকল কার্যক্রম আছে সেগুলো তারা করে থাকেন।
আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত শামীম ওসমানের জন্য সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করতে হবে। আসুন আমরা সকলে মিলে আলহাজ্ব একে এম শামীম ওসমানের জন্য কাজ করি ৭ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচি তাকে করি।
অনুষ্ঠান শেষে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ নির্বাচনী ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।