নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :- র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকারের নেতৃত্বে রাজশাহীর গোদাগাড়ীর মোহনদরগা এলাকা থেকে ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ বাবলু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ গ্রামের মৃত মোকবুল হোসেনের ছেলে মো. মনিরুল ইসলাম বাবলু (৫০)।
রোববার বিকেল ৫ টার দিকে র্যাব জানায়, গোপন সূত্রে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানতে পারে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুসিরা গ্রামের কালুমিয়ার বাথানবাড়ীর উত্তর পাশের রাস্তায় মাদকদ্রব্য বিক্রির জন্য ১ ব্যক্তি অবস্থান করছে।
খবর পাবার পর র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকারের নেতৃত্বে রোববার দুপুর ৩ টার দিকে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলু মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব।র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।