ফতুল্লার পিলকুনি হাক্কানী রহমত মজলিস কমপ্লেক্স জামে মসজিদে প্রস্তাবিত জামিয়া সুফি আবেদ (রহ:) হাক্কানী মাদ্রাসায় আন্তর্জাতিক মান সম্পন ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা উপলক্ষে স্থানীয় আলেম-ওলামাগনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুনি হাক্কানী রহমত মজলিস কমপ্লেক্স জামে মসজিদে শনিবার (৩ জুন) মাগরিবের নামাজের পর থেকে স্থানীয় আলেম-ওলামাগনের ও মুসল্লিদের নিয়ে এ আলোচনা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মসজিদ কমিটির সভাপতি আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পিলকুনি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নাঈমুল ইসলাম, ফতুল্লা রেলষ্টেশন ফ্লাট ফ্রম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমিনুল ইসলাম তয়্যোবি, বায়তুণ নূর জামে মসজিদের ইমাম ও খতিব হারুনুর রশিদ, জামিয়াল ছিমিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি মাহমুদুল হাসান, মারকামুত তালিম রাশিদিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি রশিদুল ইসলাম, হাফেজ হুজুর রহ: মাদ্রাসার মোহতামিম হাফেজ ক্বারী সোলায়মান, বাইতুল হামদ্ জামে মসজিদের ইমাম, তক্কারমাঠ মাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব গোলাম মোস্তফা, মোল্লাবাড়ী জামে মসজিদের ইমামও খতিব মাওলানা মাহাদী বিন জামাল, তক্কারমাঠ এমদাদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মোকসেদুল ইসলাম, আলিফ মাদ্রাসার মোহতামিম মাওলানা শামিম, পিলকুনি আল কারিম মাদ্রাসার হাফেজ ক্বারী, পিলকুনি হাক্কানী রহমত মজলিস কমপ্লেক্স জামে মসজিদ কমিটির ও সুফি আবেদ (রহ:) হাক্কানী মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মোবারক হোসেন, মসজিদ কমিটির ডা: এনায়েত উল্লাহ, ইঞ্জিনিয়ার কুদরত উল্লাহ, মুফতি আমিনুর রশিদ, মুফতি সাঈদুর রহমান মাসুম প্রমুখ।
এসময় মত বিনিময় সভায় আলেম-ওলামাগন বলেন, অনেক মাদ্রাসা আছে যেখানে পরিচালনা কমিটির জন্য ঠিক মত মাদ্রাসা চালাতে পারেনা সে কারনে মাদ্রাসায় ছাত্র-ছাত্রী বেশি থাকেনা। ছাত্র-ছাত্রী না থাকার কারনে অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যায়। আর আমরা যা দেখছি আপনাদের উদ্যোগ প্রথম থেকেই ভালো আর আপনারা মাদ্রাসা চালানোর জন্য প্রর্যাপ্ত পরিমান অর্থ আছে তাই ছাত্র-ছাত্রীদের দ্বীনি শিক্ষার কোন রকম সমস্যা হবেনা। আর এই ধরনের স্থানীয় মসজিদ মাদ্রাসার আলেম-ওলামাগনের নিয়ে আলোচনা করতে খুব কমই দেখেছি। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে সহযোগিতা করবো যে আপনাদের এই জামিয়া সুফি আবেদ (রহ:) হাক্কানী মাদ্রাসা সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন।