উজ্জীবিত বাংলাদেশ রিপোর্ট:- নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর আকবর নগর গ্রামের চিহিৃত সন্ত্রাসী,খুনি ও চাদাঁবাদ জয়নাল মন্ডল হত্যা মামলার প্রধান আসামী হাজ্বী সামেদ আলী নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যানার টানিয়ে দিয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।শামীম ওসমানের নাম ও প্রভাব খাটিয়ে সামেদ আলী নানা অপকর্ম করে বেড়ায় খুনী সামেদ আলী।জয়নাল মন্ডল হত্যার ৫ মাসের বেশী সময় অতিবাহিত হলেও এখনো পর্যন্ত অধরা রয়ে গেছে সামেদ আলী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী আলহাজ্ব একেএম শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিন প্রচারে হাজ্বী সামেদ আলী,আকবর নগর, প্রতাপনগর এলাকার সর্বস্তরের জনগন নামে ব্যানার টানিয়ে দিয়েছে এলাকায়।
তা দেখে সামেদ আলী বাহিনীর হাতে নির্যাতনের স্বীকার ভুক্তভোগীরা নানান ধরনের মন্তব্য করে বলেন,এটি ব্যবহার করে সামেদ আলী এলাকায় ফিরে আসার নানান কৌশল নিচ্ছে। গত ৫ মাস যাবত সামেদ আলী আকবর নগরে না থাকায় এলাকায় শান্তি বিরাজ করছে। এই ৫ মাসে কোন মারামারি,বিশৃংখলার মতো ঘটনা ঘটেনি। থানায় কাউকে যেতে হয়নি এবং এলাকায় বিচার শালিস বসেনি।
তাদের দাবী এলাকায় যেন সামেদ আলী ফিরে আসতে না পারে নির্বাচনের অজুহাতে। এ ব্যাপারে তারা শামীম ওসমান ও শওকত আলী চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।