প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাবেক সহকর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কামাল খান ওরফে শাহ কামাল খান নামের ওই ব্যক্তি সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তির পরিচয় দিয়েও মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ডেমরার মাতুয়াইল এলাকা থেকে ৪৬ বছর বয়সী কামালকে গ্রেপ্তার করার কথা এক বার্তায় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বার্তায় বলা হয়, গত ১৬ জানুয়ারি ডেমরা ট্রাফিক জোনের পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহকে এক ব্যক্তি ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
টাকা না দিলে তার বিরুদ্ধে ‘আইজিপি কমপ্লেইন সেল’ ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ দেওয়ার হুমকি দেওয়া হয়।
পরে পরিদর্শক মুসা সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন, ওই ব্যক্তি অন্যান্য পুলিশ সদস্যদের কাছেও একই পরিচয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করেছেন।
পরে অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে ডেমরা ট্রাফিক জোন পুলিশের সহায়তায় ওই ব্যক্তিকে মাতুয়াইল ইউলুপ এলাকায় ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মুসা ডেমরা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেছেন বলেও বার্তায় জানানো হয়।