স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এর পক্ষপাতিত্বের মন্তব্যে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল।
(১৩ আগস্ট) মঙ্গলবার বিকেলে ফতুল্লার শিহাচর তক্কার মাঠ এলাকায় ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন থেকে শ্রমিক দলের নেতৃবৃন্দ এসে জড়ো হতে থাকে। পরে বিক্ষোভ মিছিলটি তক্কার মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার।
মিছিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যের মন্টু মেম্বার বলেন, স্বৈরাশাসক খুনি হাসিনাকে প্রতিষ্ঠিত করার পায়তারা করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তার এ প্রচেষ্ঠার জন্য এদেশের জনগণ ও ছাত্র সমাজ কি শহীদ হয়েছিল।
আমরা অনতিলম্বে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত এর পদত্যাগ চাই। এবং তিনি যেটা চাচ্ছেন সেটা যেন প্রতিষ্ঠিত না হতে পারে সেদিকে লক্ষ রাকতে হবে। বাংলার মানুষ শেখ হাসিনাকে চায়না। শেখ হাসিনা রাজনীতিতে ফিরে আসুক তা প্রশ্নই উঠেনা।
তিনি আরো বলেন, যার নির্দেশে দেশের হাজার হাজার মানুষ সহ ছোট ছোট কমলমতি বাচ্চাদের সহ সাধারন নিরিহ মানুষকে যে গণহত্যা চালিয়েছে তার বিচার দাবি জানাচ্ছি আমরা। আমরা সহ সাড়া দেশের মানুষ অবাঞ্চিত করেছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা শিল্প আঞ্চলিক শ্রমিক দলের মোঃ কবির হোসেন, মোঃ ডালিম, মান্নান মুন্সি, এসকে শাহীন, মোঃ রাসেল, মোঃ ইসমাহিল, এ আর জামাল, আলামিন, মোঃ শাকিল, মোঃ শাহিন, সেলিম, রাজু, সাগর, মনির। মনোয়ার হোসেন হীরা, মোঃ জসিম, মোঃ ইউসুফ মোঃ মামুন প্রমুখ।