নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের ডিলার শিপের চাউল বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে ফতুল্লার দাপা সরদার বাড়ী এলাকার আওয়ামীলীগ নেতা শহিদুল্লার বিরুদ্ধে। তিনি ফতুল্লায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজী চাউলের ডিলার। নিয়ম অমান্য করে নিজ ঘরে রেখে স্বচ্ছলদের কাছে বস্তায় বস্তায় চাউল বিক্রি এবং মজুদ রাখার অভিযোগ উঠেছে।
এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে অভিযুক্ত চাউলের ডিলার শাহীদুল্লার বাড়ীতে অভিযান চালায় জেলা খাদ্য অধিদপ্তর। এসময় তার বাড়ি থেকে ৮৫ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন। অনিয়ম করে মজুদ রাখা চাউলের বস্তাগুলো শহিদুল্লার বাড়ি থেকে বের করে পার্শ্ববরর্তী একটি দোকান ঘরে এনে রাখেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
তবে, অভিযুক্ত ডিলার শহিদুল্লার বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেয়নি খাদ্য অধিদপ্তর। এতে করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের পাশাপাশি নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা জানায় শহিদুল্লার বাড়ী ছাড়া দাপায় আরো একাধিক বাড়ীতে সরকারী চাউলের বস্তা রক্ষিত আছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজীর চাউল যদি বাসায় রেখে বিক্রি করার নিয়ম বা বৈধতা থাকে তাহলে কেনো খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা শহিদুল্লার বাড়ীতে থাকা চাউলের বস্তা বাসা থেকে বের করে পাশ্ববর্তী দোকানো রেখে গেলো ? আর যদি বাসায় রেখে তা বিক্রি বৈধ না হয়, তাহলে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা কেনো তা বাসা থেকে উদ্ধার করা সত্বেও আইনী ব্যবস্থা গ্রহন না করে চলে গেলো?
এছাড়াও এলাকাবাসীদের মধ্যে প্রত্যক্ষদর্শী দাবী, যারা অভিযান চালিয়েছিলো তারা বস্তাগুলো মেপে দেখেনি। যদি মাপা হতো তাহলে প্রতি বস্তায় ৩০ কেজির জায়গায় ২৭/২৮ কেজি পাওয়া যেতো।
এলাকাবাসী অভিযোগের সুরে আরো বলেন, স্থানীয়বাসীর পক্ষ থেকে অভিযান পরিচালনাকারী এক কর্মকর্তাকে চাউল মজুদ রয়েছে এমন আরো দুটি ঘরে অভিযান পরিচালনার কথা বললেও তারা তা না করে তড়িঘড়ি করে চলে যায়।
দ্বায়িত্বশীল বিভিন্ন সূত্র মতে, খাদ্য বান্ধব কর্মসূচির সরকার ঘোষিত ১০ টাকা কেজীর চাউল বাসায় রেখে বিক্রি করা সম্পূর্নরূপে নিয়ম বহির্ভূত। যদি কেহ তা বাসায় রেখে বিক্রি করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে।
এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আমিনুল জুয়েল মুঠোফোনে অভিযান পরিচালোনার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, আমি সহ আামর সাথে আসা কর্মকর্তারা এখনো শহিদুল্লার বাড়িতেই আছি এবং সরকার ঘোষিত ১০ টাকা কেজি চাউলের ডিলার শিপের ৮৫ বস্তা চাউল তার বাসায় পেয়েছি।
তিনি বলেন, ৫০৫ জন কার্ডধারীদের মধ্যে ১০ টাকা দরে প্রতি বস্তা চাউল বিক্রি করার কথা। আমরা রিপোর্ট পেয়েছি যে সে বেশী মূল্যে তা বিক্রি করছে। ঘটনাস্থলে এলাকার অনেকেই উপস্থিত রয়েছে, কিন্তু কেউ স্বাক্ষ্য দিচ্ছে না যে, সে অতিরিক্ত মূল্যে চাউল বিক্রি করেছে কিনা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ম অনুযায়ী ডিলারশিপের এ সকল চাউলের বস্তা নির্দিষ্ট দোকান ঘর বা গোডাউনে রেখে বিক্রির কথা। শহিদুল্লাহ তার বাসায় রেখেছে এটা সম্পূর্ন বে-আইনি এবং নিয়ম বহির্ভূত। আর তাই আমরা তার বাড়ীতে থাকা চাউলের বস্তা বের করে এনে দোকান ঘরে তুলে রাখছি।
জানা গেছে, শহীদুল্লাহ সহ তার স্ত্রী ঘরের ভিতরেই সরকারী চাউল বিভিন্ন সচ্ছল ব্যক্তিদের নিকট বেশি দামে বিক্রির মাধ্যমে অনৈতিক ও অবৈধ ভাবে লাভবান হয়ে আসছিল। তবে, খাদ্য অধিদপ্তর অনিয়ম পেয়েও কোন ব্যবস্থা না নেয়ায় তাদের বিরুদ্ধেও সমালোচনার ঝড় বইছে এলাকায়।