সাদ্দাম হোসেন শুভ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানায় উপ-পরিদর্শক মিজানুর রহমান পুর্নরায় দ্বিতীয় বারেরমত (১০ এপ্রিল) যোগদানের খবরে রিতিমত অপরাধীরা আতংকিত। বিশেষ করে সন্ত্রাস, মাদক ব্যবসায়ী ও সকল ধরনের অপরাধীদের কাছে আতংকের আরেক নাম হিসেবে পরিচিত ছিলেন মিজান-২ নামে।
উল্লেখ্য,ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান থানায় যোগদানের পর থেকে বিপুল পরিমান মাদক উদ্ধারসহ তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের মাধ্যমে মাদক নিমূল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এস আই মিজানের অব্যাহত অভিযানের ফলে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে অর্ণ্যত্র পালিয়ে বেড়াতো। এমনকি এস আই মিজানের থাবায় মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, তালিকাভূক্ত সন্ত্রাসীরা আতংকে দিনযাপন করতো। ফলে শান্তিতে বসবাস করতো ফতুল্লার সাধারন মানুষ। ফতুল্লার আইনশৃংখলা নিয়ন্ত্রনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এস আই মিজানসহ তার পুরো বাহিনীর সদস্যরা।
এস আই মিজানের অব্যাহত সফল অভিযানের ফলে একাধিকবার জেলা পুলিশের শ্রেষ্ট্র অফিসারের পুরষ্কার লাভ করেছিলেন তিনি। ফতুল্লাবাসীর আস্থার পাত্র হিসেবে অনেকটা অল্প সময়ের মধ্যেই সাধারন মানুষের অন্তরের মনিকোঠায় জায়গা করতে সক্ষম হয়েছিল বিচক্ষন এই দারোগা। এদিকে এস আই মিজানুর রহমানের বদলীর সংবাদে ফতুল্লার সাধারন মানুষের মধ্যে অন্ধকারের ঘণঘটা জাগান দিলেও খুশিঁতে আবেগ আপ্লুত হয়েছে ফতুল্লার চিহ্নিত অপরাধীরা। এস আই মিজানের ভয়তে গত কয়েক বছর ফতুল্লা ছেড়ে অর্ণ্যত্র পালিয়ে বেড়ানো বিভিন্ন অপরাধীরা আবারো এলাকায় প্রবেশ শুরু করেছে। চালু করে দিয়েছে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম। এস আই মিজানের বদলীর সংবাদে ফতুল্লার চিহ্নিত অপরাধীরা এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছিল অপরাধীরা ।
পুর্নরায় দ্বিতীয় বারেরমত ফতুল্লা মডেল থানায় (১০ এপ্রিল) থেকে যোগদানের খবর সর্বত্র ছড়িয়ে পরলে অপরাধীরা রয়েছেন আতংকিত। ফতুল্লা থানা এরিয়ার সাধারণ মানুষের মুখে ফুটে উঠেছে হাসি।