প্রেস বিজ্ঞপ্তি: রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) বগুড়া জেলা শাখা আয়োজিত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন বিষয়ক সাংগঠনিক অবকাঠামো জোরদার, পেশাদারিত্বে মানোন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ সেপ্টেম্বর ২০২৩) সকালে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট ৫ম তলায় চাঁদনী হলরুমে আরজেএফ’র কেন্দ্রীয় স্থায়ী পরিষদ সদস্য(সাবেক) ও বগুড়া জেলা শাখার সভাপতি শাহ্ মেহেদী হাসান লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন, উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আলী জিন্নাহ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সহ-সভাপতি মাসিয়ার রহমান,সহ সভাপতি মোঃ শামিমুল ইসলাম বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান,সহ সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহমান আপেল, প্রশিক্ষণ সম্পাদক মোঃ লতিফুর রহমান লতিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক সরকার, সাধারণ পরিষদ সদস্য মোঃ সেলিম উদ্দিন(অনন্ত সেলিম), তানসেন আলী মন্টু, রশিদুর রহমান রানা, নন্দীগ্রাম উপজেলা আরজেএফ’র সভাপতি মোঃ আবু সাঈদ,মুখলিছুর রহমান মুকুল, মহসিন আলী, আব্দুল আহাদ প্রমূখ।
সভায় ভিপি সাজেদুর রহমান শাহিন ও আলহাজ্ব মুহাম্মদ আলী জিন্নাহকে বগুড়া জেলা শাখা আরজেএফ’র উপদেষ্টা হিসেবে ও আরজেএফ ‘র প্রতিষ্ঠতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সমমনা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান করেন আরজেএফ’র কেন্দ্রীয় স্থায়ী পরিষদ সদস্য (সাবেক)ও বগুড়া জেলা শাখার সভাপতি শাহ্ মেহেদী হাসান লিটন, সহ-সভাপতি মাওলানা মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক। আলোচনা সভায় ৩৫ জন কাউন্সিলর, সাধারণ সদস্য এবং আমন্ত্রিত অতিথি সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশিল সমসজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।