নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমান পূনরায় দল থেকে নমিনেশন পাওয়ায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাপুরে নৌকার আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ডিসেম্বর) বিকেলে ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলহাজ্ব মোবারক হোসেনের নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় মোবারক হোসেনের নেতৃত্ব হাজারো নেতাকর্মী ফতুল্লার দাপা ইদ্রাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে নৌকার পক্ষে শ্লোগানের মাধ্যমে রাজপথ প্রকম্পিত করে তুলেন।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন ক্যালিক্স প্রি ক্যাডেট স্কুল কেন্দ্রর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দাপা আদশ স্কুল কেন্দ্রর সভাপতি আলহাজ্ব এ বি এম আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, জেলা মহিলা লীগের সভানেত্রী অধ্যাপিকা শিরিন আক্তার, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফতেমা মনির, ইউনিয়ন পরিষদ সদস্য হাসমত মেম্বার, সাবেক মেম্বার আবদুর রহিম, জেলা ছাত্রলীগ নেতা সামিউন সিনহা, আল আমিন কবির, সফিকুল ইসলাম শুভ, সাখাওয়াত হোসেন, মায়া বেগম, কোয়েল, নুরুন নাহার নুরী, আসমা আক্তার, মুক্তা বেগম,যুবলীগ নেতা জিতু, জাহাঙ্গীর আলম খা,ছাত্র লীগনেতা নুহিন,ফাহিম, আলআমিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল শেষ আলহাজ্ব মোবারক হোসেন বলেন,
আগামী ৭ ই জানুয়ারী নৌকায় বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশআল্লাহ। নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নের রূপকার সাংসদ শামীম ওসমানের বিভিন্ন উন্নয়নমূলক ধারাবাহিকতা অব্যাহত রাখতে পূনরায় সাংসদ হিসেবে শামীম ওসমানকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেন।