হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৪৩-তম পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট জাফর সাদিক চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছা – এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফি ও উক্ত স্কুলের প্রতিষ্টাকালীন দাতা সদস্য এস এম মোতালিব এবং এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন।
শুরুতেই কোরআন তিলাওয়াতের পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীত মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেচ্ছা ম্যাডাম। প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) জাফর সাদিক চৌধুরী বলেন, শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের মান্য করতে হবে। আর আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে তরুণ হবে, যুবক হবে। দেশকে নেতৃত্ব দেবে। তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের জন্য কাজ করতে হবে।