ক্যারিয়ারের বেশ সুসময় যাচ্ছে অভিনেতা শ্যামল মাওলার। বেশকিছু ওয়েব সিরিজের কাজ নিয়ে মহা ব্যস্ত সময় কাটছে তার। তারই মধ্যে নতুন সুখবর দিলেন এই অভিনেতা। ফের বড়পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘পাপী’। এটি পরিচালনা করবেন নির্মাতা সুলতান মজুমদার। ছবিটিতে শ্যামল মাওলার সঙ্গে জুটি হয়েছেন স্নিগ্ধা ও জিম।
নির্মাতা জানান, থ্রিলার ঘরানার এই ছবিটিতে দর্শক ভিন্ন কিছু পাবে। পাশাপাশি শ্যামল মাওলা ইতোমধ্যে অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন। সব কিছু মিলেয়ে দর্শক চমৎকার একটি ছবি দেখতে পারবেন।
জানা গেছে, আগামী ১৫ জুন থেকে লক্ষীপুরের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। শ্যামল মাওলা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ।