এবারের আইপিএল শুরু হতে পারে ২২ মার্চ থেকে। ২৬ মে শেষ হবে আইপিএলের ১৭তম আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে শেষ হবে ভারতের এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। ১ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা।
আইপিএলের নতুন মৌসুমের এ সূচি এখনো চূড়ান্ত হয়নি। ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সম্ভাব্য এই সূচি নিয়ে আইপিএল-সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। মেয়েদের আইপিএল ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ মার্চ। এ নিয়ে অফিশিয়াল ঘোষণা দু-এক দিনের মধ্যে চলে আসবে বলে জানিয়েছে ক্রিকবাজ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইপিএলের নতুন মৌসুমের চূড়ান্ত সূচি ঘোষণা নির্ভর করছে দেশটির সাধারণ নির্বাচনের সময়সূচির ওপর। নির্বাচনের তারিখ ঘোষণার পর আইপিএলের সূচি চূড়ান্ত করবে বিসিসিআই। আর এসব বিষয় বিবেচনায় নিয়েই আইপিএলের এবারের মৌসুম ২২ মার্চ শুরু করে ২৬ মের মধ্যে শেষ করার কথা ভাবছে বিসিসিআই। আর টুর্নামেন্টটি ভারতেই আয়োজনে আত্মবিশ্বাসী তারা।
ক্রিকবাজ জানিয়েছে, বেশির ভাগ দেশের ক্রিকেট বোর্ড বিসিসিআইকে প্রতিশ্রুতি দিয়েছে ফাইনাল পর্যন্ত খেলোয়াড়দের পাওয়া যাবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু ১ জুন থেকে শুরু হবে, তাই কিছু খেলোয়াড়ের আগেভাগে আইপিএল ছেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে এই মুহূর্তে বিসিসিআইয়ের মূল মনোযোগ, দেশের সাধারণ নির্বাচনের তারিখের সঙ্গে সমন্বয় করে আইপিএল ভারতে আয়োজন করা।